রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত

২০১৩ সালে আদালতের রায়ে নিবন্ধন অবৈধ ঘোষণার পর আর নির্বাচন কমিশনে (ইসি) আসেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ হওয়ার আগে ২০১২ সালের শেষের দিকে ইসিতে এসেছিল জামায়াত। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইসিতে আসছে দলটি।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আসার কথা রয়েছে। তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এজন্য সকাল ১০ টায় দলটিকে সময় দেওয়া হয়েছে।

 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। তখন নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রে সংশোধন এনে কাগজপত্র জমা দিয়েছিল। ওইদিন তৎকালীন আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার সংশোধিত গঠনতন্ত্রের মুদ্রিত কপি কমিশনে জমা দেন।

পরে ২০১৩ সালের ১ আগস্ট আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিলে নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com