জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, তারা ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসেননি। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই তাদের লক্ষ্য। তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে যে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে এবং সেখানে পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, এই অধিকার সবার জন্য সমান থাকবে। বাংলাদেশ পরিবর্তন হবে, শীঘ্রই পরিবর্তন হবে এবং জনগণের হাত ধরেই পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, বিগত দিনের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। তারা এর অবসান চান। আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন হবে এবং তা জনগণের হাত ধরেই হবে। জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এই দলের নেতৃত্বে রয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনের তরুণরা। সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে দলের আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
তাসনিম জারার এই বক্তব্য থেকে জাতীয় নাগরিক পার্টির কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথা জানা যায়:
এইসব লক্ষ্য এবং তরুণ নেতৃত্বের সমন্বয়ে জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।