বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) বিচারের দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এই দাবি তোলেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অভিনন্দন জানিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আমাদের চাওয়া দলটির নেতারা যেন গণতন্ত্রের স্বপক্ষে থাকেন।’
দশম, একাদশ, দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিচার চেয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘শুধু জেলা প্রশাসক আর পুলিশ সুপার নয়, ২০১৪, ১৮ ও ২৪ সালের ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদেরও বিচারের আওতায় আনতে হবে।’
এসময় দেশবিরোধী যে চক্রান্ত শুরু হয়েছে তা রুখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনেরও দাবি জানিয়েছেন জয়নুল আবদীন ফারুক।