শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বছর শাবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে প্রথমবারের মতো পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নিয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে দুই ধাপে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের পরীক্ষায় জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এবং জুলাই বিপ্লবে প্রথম শহীদ। পরীক্ষায় জানতে চাওয়া হয়, জুলাই বিপ্লব ২০২৪-এর প্রথম শহীদ কে? চারটি অপশন ছিল: (A) মুগ্ধ (B) রুদ্র সেন (C) আবু সাঈদ (D) ফয়সল আহমেদ।
এছাড়াও, পরীক্ষায় জুলাই বিপ্লব নিয়ে আরও একটি প্রশ্ন ছিল, যেখানে জানতে চাওয়া হয়, জুলাই বিপ্লব ২০২৪-এর অন্যতম স্লোগান কোনটি? সেখানেও চারটি অপশন দেওয়া ছিল।
পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী এই তথ্য নিশ্চিত করেছেন।
‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এরপর বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, কলা ও বাণিজ্য) ৬ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ‘এ’ ইউনিটের পরীক্ষায় শাবি কেন্দ্রে ৬২৭০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক জানান, পরীক্ষায় কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করেনি। তিনি আরও জানান, শাবিপ্রবি কেন্দ্রে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তা পরবর্তীতে জানা যাবে।