একটা সময় ছিল যখন বাপ্পারাজ মানেই ছিল ব্যর্থ প্রেমের প্রতিচ্ছবি। ‘প্রেমের সমাধি’ সিনেমায় তার বিখ্যাত সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ আজও দর্শকদের মুখে মুখে ফেরে। সম্প্রতি সেই সংলাপকে নতুন করে সামনে এনেছেন বাপ্পারাজ। তবে এবার আর সিনেমায় নয়, বাস্তবেই হেনার খোঁজে নেমেছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বাপ্পারাজকে অভিনেত্রী শাবনাজ ও অভিনেতা নাঈমের সঙ্গে দেখা যায়। সেখানে বাপ্পারাজ নাঈমকে প্রশ্ন করছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ ভিডিওটি দেখে নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা।
তবে এই ভিডিওটি কোনো সিনেমার অংশ নয়। শাবনাজ ও নাঈমের মেয়ে নামিরা নাঈমের অনুরোধে এটি ধারণ করা হয়েছে। শাবনাজ জানান, এটি একটি পারিবারিক আয়োজন ছিল এবং নামিরার মজা করার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে।
বাস্তবে শাবনাজই ছিলেন ‘প্রেমের সমাধি’ সিনেমায় হেনার চরিত্রে। প্রায় ৩০ বছর পর আবারও সেই চরিত্রে দেখা গেল তাকে। বাপ্পারাজ ও শাবনাজের এই পুনর্মিলন দর্শকদের মনে নতুন করে পুরনো স্মৃতি জাগিয়ে তুলেছে।
ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই বাপ্পারাজ ও শাবনাজের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন। কেউ কেউ বলছেন, তারা যেন আবারও একসঙ্গে সিনেমায় কাজ করেন।
বাপ্পারাজ একসময় বিরহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন। তাকে ‘ব্যর্থ প্রেমের নায়ক’ বলা হতো। ‘প্রেমের সমাধি’ সিনেমায় তার সংলাপ ও দৃশ্য আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই ভিডিওর মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন বাপ্পারাজ।