ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রয়াণে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৫ মার্চ) এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুযায়ী, প্রয়াত উপাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানাজা ও দাফনের স্থান নির্ধারণে পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অধ্যাপক আরেফিন সিদ্দিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিতভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর জানাজা ও দাফন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।