বলিউডে যখনই দেশাত্মবোধক সিনেমার কথা ওঠে, পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দ থাকেন অক্ষয় কুমার। ‘মিশন মঙ্গল’, ‘স্কাই ফোর্স’, ‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ এর মতো বেশ কিছু ছবিতে তিনি দেশপ্রেমের গল্প তুলে ধরেছেন।
তবে, এই ধরনের সিনেমা বেছে নেওয়ায় বাড়িতে স্ত্রী টুইঙ্কেল খান্নার কাছ থেকে প্রায়ই মজার খোঁচা শুনতে হয় অক্ষয়কে। লেখিকা ও অভিনেত্রী টুইঙ্কেল প্রায়ই প্রশ্ন করেন, “পর্দায় তুমি আর কতবার দেশকে রক্ষা করবে?”
সম্প্রতি একটি অনুষ্ঠানে অক্ষয় কুমার নিজেই স্ত্রীর এই মজার প্রশ্নের কথা প্রকাশ করেন। অভিনেতা জানান, নিজের প্রযোজনা সংস্থা খোলার পর থেকেই তিনি একের পর এক দেশাত্মবোধক সিনেমাতে কাজ করেছেন। অক্ষয়ের কথায়, “এই কারণেই টুইঙ্কেল মজা করে বলে, ‘আর কতবার দেশকে বাঁচাবে?'”
দেশাত্মবোধক সিনেমাতে কাজ করা কেন এত উপভোগ করেন, এমন প্রশ্নের উত্তরে অক্ষয় বলেন, “আমরা হলিউডের অনেক সিনেমা দেখি, যেখানে বিশ্ব সন্ত্রাসবাদ, এলিয়েন বা মহাজাগতিক বিপর্যয়ের শিকার হয়। আর সব বিপদ থেকে রক্ষা করে আমেরিকা। আমি ভাবি, যদি আমেরিকাই সব করে ফেলে, তাহলে ভারতের জন্য কী বাকি থাকে? আমরা তো জানি, ভারত কী করতে পারে।”
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্কাই ফোর্স’ ছবিতে অক্ষয়কে দেশপ্রেমিক সেনা জওয়ানের ভূমিকায় দেখা গেছে। তিনি বলেন, “আমি জানি, এই ধরনের সিনেমা হয়তো খুব বেশি ব্যবসা করে না। কারণ দর্শকরা বিনোদনমূলক সিনেমা দেখতে পছন্দ করেন। কিন্তু আমার মন চায়, তাই আমি দেশাত্মবোধক সিনেমা করি। ভবিষ্যতেও আমি দেশের গর্বের গল্প পর্দায় তুলে ধরব। ভালো দিক হলো, সিনেমা হলে মুক্তির পর এগুলো ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যায়।”