ভারতীয় কারাগারে বাংলাদেশির মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন
ডেস্ক রিপোর্টার
আপডেট সময় :
রবিবার, ৯ মার্চ, ২০২৫
১০৬
বার পঠিত
প্রায় দেড় বছর ভারতীয় কারাগারে আটক থাকার পর মো. আশরাফ হোসেন নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। অসুস্থতার কারণে পশ্চিমবঙ্গের দমদম কারাগারে গত ৬ মার্চ তিনি মারা যান। খবর পেয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা আশরাফ হোসেনের (৪৮) স্ত্রী নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনি আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও, অসুস্থতার কারণে যথাযথ চিকিৎসা না হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
শনিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন, কৃষি অফিসার মো. নাজমুল হুদা এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সুব্রত কুমার কিছু ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে আশরাফের বাড়িতে যান।
স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর জানান, মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আশরাফের পরিবারে স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন জানান, দমদম কারাগার থেকে ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী আশরাফের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং প্রশাসন তাদের পাশে থাকবে বলে তিনি জানান।