রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

গেটম্যানের দাবিতে ট্রেন আটকালো জনতা- ৭১বার্তা

নূর কুতুবুল আলম, সিটি রিপোর্টার, রংপুর :
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১২০ বার পঠিত

শুধু দিনের বেলা নয়, ২৪ ঘণ্টায় গেটম্যানের দাবিতে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস আটকে দিয়েছে উত্তেজিত জনতা। এর আগে সন্ধ্যা পৌনে সাতটার সময় তপিকল বাজার রেল ক্রসিংয়ে এলআর ৬২ ট্রেনের ধাক্কায় অটো চার্জার দুমড়ে মুচড়ে যায়। এতে গুরতর আহত হন অটোচালক মাহবুবুর রহমান।

শুক্রবার (১৮ আাগস্ট) রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনায় আহতের ঘটনাকে কেন্দ্র করে ট্রেন আটকে দেয় জনতা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া ষ্টেশন মাস্টার হোসনে মোবারক।

স্থানীয় ‍ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নস্থ তপিকল বাজার রেল ক্রসিংয়ে এলআর ৬২ ট্রেনের ধাক্কায় একটি অটো দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয় বেটুবাড়ী এলাকার আব্দুল করিমের ছেলে অটোচালক মাহবুবুর রহমান গুরতর আহত হন। এ ঘটনায় মাহবুব রহমানের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আাহত মাহবুবকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাউনিয়া স্টেশন মাস্টার মোবারক হোসেন ৭১ বার্তাকে জানান, এখন থেকে ২৪ ঘণ্টায় তপিকল বাজার রেল ক্রসিংয়ে গেটম্যান থাকবে। সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com