অবশেষে অপেক্ষার অবসান। দেশের আকাশে দেখা মিলেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে, আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেয়।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের সঙ্গে সঙ্গেই তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রথম রোজার সাহ্রি খাওয়া হবে শেষ রাতে।
এদিকে, শুক্রবার সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশেও শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে এবং সেসব দেশেও শনিবার থেকে রোজা শুরু হয়েছে। তবে, বাংলাদেশের আকাশে চাঁদ শনিবার সন্ধ্যায় দেখা যাওয়ায় রোজা শুরু হচ্ছে রোববার থেকে।
পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন এবং বিভিন্ন ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন।