শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

কাউনিয়ায় খোরশেদ হত্যা মামলা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর খোরশেদ আলম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহাজামাল হ্যালোর ছেলে ইউনুছ আলী এবং শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।

আদালত সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ২০ মার্চ রাত ১১টার দিকে শহিদুল ইসলাম খোরশেদ আলমকে ভরসা কোল্ডস্টোরেজ থেকে ডেকে আনেন। এরপর মীরবাগ ডিগ্রি কলেজের পেছনে শ্বাসরোধে হত্যা করে লাশ আমগাছের ডালে ঝুলিয়ে রাখেন। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।

নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আফতাব উদ্দিন। আসামিপক্ষে ছিলেন জহিরুল আলম ও আব্দুর রশীদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com