রাজধানী ঢাকাসহ দেশের ৪১টি জেলায় প্রায় ৪ হাজার ৬৪০টি জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করছে। এর ফলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রবিবার (২৩ মার্চ) বাজুসের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে, গত ৬ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এ বিষয়ে একটি চিঠি দেয় সংগঠনটি।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান কর ও ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এর আগে ঢাকা মহানগরীর ২ হাজার ৩৩০টি নিবন্ধনবিহীন জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা এনবিআরকে দেওয়া হয়েছিল। এবার ৪১টি জেলার আরও ২ হাজার ৩১০টি প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হলো।
বাজুসের মতে, এসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।