সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের- ৭১বার্তা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা ফুলবাড়িতে ৪৯ বোতল ইস্কাফ সহ দুই মাদক কারবারি আটক- ৭১বার্তা ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত- ৭১বার্তা অটোরিক্সা-চার্জার রিক্সার চালক-মালিকদের ৯ সংগঠনের সংবাদ সম্মেলন বুধবার,রংপুরে টাউন সার্ভিস চালু ঘিরে শ্রমিক-মালিক অস্তোষ! – ৭১বার্তা ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন,আবার জানালো যুক্তরাষ্ট্রে- ৭১বার্তা গণমাধ্যমও ভিসানীতির আওতায়, কী বলছেন সাংবাদিকরা- ৭১বার্তা না ফেরার দেশে চলে গেলেন রংপুরের পত্রিকা এজেন্ট কিসমত আলী- ৭১বার্তা ঘুষ গ্রহণের দায়ে মার্কিন সিনেটর বব মেনেনডেজকে অভিযুক্ত – ৭১বার্তা খাগড়াছড়িতে বিজিবির ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই – ৭১বার্তা

বঙ্গবন্ধুর ৭ খুনির ফাঁসির রায় কার্যকর চাই, বললেন রসিক কাউন্সিলর রফিকুল আলম-৭১ বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৭২০ বার পঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে ৭১বার্তা’র সাথে একান্ত আলাপকালে এ দাবি জানান- রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামীলীগের ২৪ নং ওয়ার্ড সভাপতি মো. রফিকুল আলম।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে এখনও ৭ জন ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পলাতক ২জনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। বাকি ৫জনের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এজন্য বঙ্গবন্ধুর ৫পলাতক খুনির তথ্য দিলে পুরস্কৃত করবে সরকার’। বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত ৫পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। ইতোমধ্যে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রংপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামীলীগের ২৪নং ওয়ার্ড সভাপতি মো. রফিকুল আলম আরও বলেন, আমি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ কর্মী হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে, লালন করে ২৪নং ওয়ার্ডকে একটি আদর্শ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে আ-প্রাণ চেষ্টা চালিয়ে যা”িছ। যেনো সোনার বাংলাদেশের একটি সোনার ওয়ার্ডে রুপ নেয় ২৪নং ওয়ার্ড।
মো. রফিকুল আলম বলেন, আমি ২৪নং ওয়ার্ডবাসীর সেবক। জীবনের শেষ দিন পর্যন্ত যেনো আমার ওয়ার্ডের নাগরিকদের সুখে-দু:খে পাশে থেকে সেবা দিতে পারি। এজন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমার ওয়ার্ডের নাগরিকসমাজ নিজ ওয়ার্ডকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিতে বড্ড আন্তরিক। এজন্য সচেতন নাগরিকসমাজ উন্নয়নের কল্পে ২৪নং ওয়ার্ড আমার হাতে তুলে দিয়েছেন। এবং আমি তা যথাযথভাবে পালনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
৭১বার্তা’ কে রংপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামীলীগের ২৪নং ওয়ার্ড সভাপতি মো.রফিকুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ মঙ্গলবার (১৫ই আগস্ট)। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেনো বঙ্গবন্ধু ও তার পরিবারের যাঁরা শাহাদৎ বরণ করেছেন। তাঁদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এজন্য তিনি ২৪নং ওয়ার্ডবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। সম্পাদনা- শেখ মোস্তারি জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com