তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে এখনও ৭ জন ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পলাতক ২জনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। বাকি ৫জনের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এজন্য বঙ্গবন্ধুর ৫পলাতক খুনির তথ্য দিলে পুরস্কৃত করবে সরকার’। বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত ৫পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। ইতোমধ্যে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রংপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামীলীগের ২৪নং ওয়ার্ড সভাপতি মো. রফিকুল আলম আরও বলেন, আমি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ কর্মী হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে, লালন করে ২৪নং ওয়ার্ডকে একটি আদর্শ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে আ-প্রাণ চেষ্টা চালিয়ে যা”িছ। যেনো সোনার বাংলাদেশের একটি সোনার ওয়ার্ডে রুপ নেয় ২৪নং ওয়ার্ড।
মো. রফিকুল আলম বলেন, আমি ২৪নং ওয়ার্ডবাসীর সেবক। জীবনের শেষ দিন পর্যন্ত যেনো আমার ওয়ার্ডের নাগরিকদের সুখে-দু:খে পাশে থেকে সেবা দিতে পারি। এজন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমার ওয়ার্ডের নাগরিকসমাজ নিজ ওয়ার্ডকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিতে বড্ড আন্তরিক। এজন্য সচেতন নাগরিকসমাজ উন্নয়নের কল্পে ২৪নং ওয়ার্ড আমার হাতে তুলে দিয়েছেন। এবং আমি তা যথাযথভাবে পালনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
৭১বার্তা’ কে রংপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামীলীগের ২৪নং ওয়ার্ড সভাপতি মো.রফিকুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ মঙ্গলবার (১৫ই আগস্ট)। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেনো বঙ্গবন্ধু ও তার পরিবারের যাঁরা শাহাদৎ বরণ করেছেন। তাঁদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এজন্য তিনি ২৪নং ওয়ার্ডবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। সম্পাদনা- শেখ মোস্তারি জান্নাত।