কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৯ বোতল ইস্কাফ সহ দুই মাদক কারবারি আটক।
জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম গতকাল ২৭(সেপ্টেম্বর) বুধবার বিকেল ছয়টার দিকে সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকায় পাকা রাস্তার উপরে একটি অটোরিক্সায় তল্লাশি করে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক বহনের সময় শিমুলবাড়ি ইউনিয়নের যোতিন্দ্র নারায়ণ এলাকার মোঃ আলমগীর হোসেন (২৪) মোঃ আইয়ুব আলী (২০) নামের দুই মাদক কারবারি কে ৪৯ বোতল ইস্কাফ সহ হাতেনাতে আটক করে পুলিশ।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।