কুড়িগ্রামের ফুলবাড়ীতে বুধবার ২৭শে সেপ্টেম্বর সকাল ১১:০০টায় জাতীয় ভোক্তা অধিকার দিবস ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা সহকারী ভূমি কমিশনার মলিহা খানম ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু , উপজেলা সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা মৎস্য অফিসার রায়হান উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।সম্পাদনা – মোস্তাফিজার বাবলু।