রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় রংপুর চেম্বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি রংপুর রশিদুল হক, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট কমিশনার নাহিদ ফরিদী, কর কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রংপুর তরিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নব নির্বাচিত চেয়ারম্যান আকবর আলী।
সভায় রংপুরসহ বিভাগের সকল জেলা হতে আগত চেম্বার নেতৃবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্ভাবনা ও সমস্যার কথা শুনে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এবং বাকি সমস্যার সমাধান লিপিবদ্ধ করে খুব দ্রæত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় রংপুর বিভাগের সকল জেলার চেম্বার অব কমার্সের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উইমেন চেম্বার নেতৃবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।সম্পাদনা – মোস্তাফিজার বাবলু।