মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কারদাশিয়ানের সঙ্গে বিচ্ছেদের পর বিয়াঙ্কা সেনসরিকে বিয়ে করেছেন মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্ট। যদিও এ বিয়ের প্রসঙ্গে তারা কেউই এখনো স্পষ্ট কিছু জানাননি। বেশকিছু দিন ধরে এই দম্পতি উদ্ভট পোশাকের জন্য আলোচনায় আছেন। এবার স্ত্রীকে প্রায় নগ্ন করে রাস্তায় হাটানোর শিরোনামে খবরের পাতায় উঠে এসেছেন তারা। সূত্র: ডেইলি মেইল
সম্প্রতি ফ্লোরিডার এক হোটেল থেকে বের হতে দেখা যায় বিয়াঙ্কা সেনসরি ও কানইয়ে ওয়েস্টকে। সেখানেই দেখা যায়, কানইয়ে নিজেকে আদ্যপান্ত ঢেকে রেখেছেন কালো পোশাকে, আর স্ত্রী বিয়াঙ্কার পোশাক শুধু একটি বালিশ। এরইমধ্যে তাদের ওই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
তবে কি নগ্ন হয়েই ফ্লোরিডার রাস্তায় বিয়াঙ্কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কানইয়ে? না, আসলে নগ্ন ছিলেন না বিয়াঙ্কা। খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে বিয়াঙ্কা গায়ের রঙের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছেন। হঠাৎ করে দেখলে মনে হবে শরীরে কোনো কাপড় নেই তার। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এমন অদ্ভুত পোশাক পরা শুরু করেছেন দু’জনে? সূত্র: হোলা