উত্তরাঞ্চলের কৃষকরা পাট চাষাবাদ করে পড়েছেন বিপাকে। ফলন ভালো হলেও দামে খুশি নেই পাট চাষিরা। মৌসুমের প্রথম দিকে পাটের দাম ভালো পেলেও এখন হাট-বাজারে পাটের দাম কমেছে। এজন্য পাটের ন্যায্য দাম নিয়ে হতাশায় ভুগছে চাষিরা। বর্তমানে প্রতি মণ পাট ১হাজার ৮শ’ থেকে ২হাজার টাকায় বিক্রি হচ্ছে। লাভের পরিবর্তে উৎপাদন খরচ নিয়ে দু:শ্চিন্তায় আরয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ হাট, কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর হাট, চিলমারীর হাট,দিনাজপুরের চিরির বন্দর উপজেলার কারেন্টের হাট সহ আরও অনেক হাটে নিয়মিত বসছে পাটের বাজার। সপ্তাহে দু’দিন বসে এ হাট। দুর দূরান্ত থেকে নৌকা, সাইকেল,ঘোড়ার গাড়ি করে পাট বিক্রি করতে এসেছে চাষিরা। তবে, হাটে এসে পাটের দাম শুনে মন খারাপ পাট বিক্রেতাদের। গত হাটের চেয়ে পাটের দাম প্রতি মণে কমেছে ৩শ থেকে ৪শ টাকা। পরিবহন খরচ আর আবাদের খরচ মিলিয়ে তাদের লাভের অঙ্ক প্রায় শূন্যের কোটায়।