রংপুর নগরীর সরকার পাড়া এলাকায় শিশু বলাৎকারের অভিযোগে মঞ্জুরুল ইসলাম নামে এক ইমামকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে অভিযুক্ত ইমামকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন,
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠে রংপুর নগরীর প্রাইম মেডিকেলের পাশে সরকার পাড়ার মসজিদের ইমাম মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। বলাৎকারের অভিযোগে এলাকাবাসী গণপিটুনি দিয়ে মসজিদের ভেতর আটকে রাখে। সেই সঙ্গে ইমামকে জুতার মালা গলায় পরিয়ে গ্রাম ঘোরানোর প্রস্তুতি নেওয়া হয়। এমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত ইমামকে মসজিদ থেকে উদ্ধার করে। পরে আটক মঞ্জুরুল ইসলামকে থানায় নেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত ইমামকে মসজিদ থেকে উদ্ধার করে থানায় হেফাজতে নেঅয়া হয়েছে।