গ্রামীণ মোঠো পথে হেঁটে
আঁকাবাঁকা ভাঁঙ্গা হৃদয়ে খড়কুটো এঁটে।
দিবানিশি চলছি মোরা জীবন যুদ্ধের কামান বেয়ে!
শিশুরা ছুঁটছে
দিঘির কিনারায় ডুব দিয়ে!
কৃষকেরা তপ্ত দুপুরে
মাঠে মই টানছে হাঁসফাঁস বেয়ে!
কৃষাণিরা তপ্ত দুপুরে
ছুঁটছে সুধাভাত আর হঠাৎ কালাইর ঝোল নিয়ে!
পকেটে পয়সা নাই!
জিনিসের চড়া দাম ভাই!
মুখে জোটেনা ভালোমন্দ তাই!
গরিব হলে হাত পেতে ঢের পয়সা পাই!
মধ্যবিত্তরা কষ্টে আছি
মুখে বলি মোরা
ভালো আছি ভাই!
মধ্যবিত্তরা মিথ্যাবাদী!
কষ্টের কথা
তার মন ভাবে
কাউকে বলতে নাই!
রাস্তায় যানজট!
ওদের দাপটে
সবাই খাচ্ছে হোঁচট!
নিন্মবৃত্ত উচ্চ বৃত্তের লুকোচুরিতে
মধ্যবৃত্তরা খাচ্ছে হোঁচট!
অন্যবস্ত বাসস্থান পায় গরীব!
নিন্মবৃত্তরা পায় না কিছুই
কাকে বলে তারা, থাকে নিশ্চুব!
বৈষম্য আছে, সমাজে
মোরা থাকি ডরে নিশ্চুব!
বিদ্রোহী হও? শিকল ধরবে হস্তে
ভয় করোনা ! ধরলায় দিবে ডুব!
উঠে গেলো সব
মায়ারা কাতর!
ডরে ডরে, ওরা হচ্ছে, বিষধর!
ফাগুন আসবে বলে
মনের পিন্জর খুলে
ডাকিছে সবাই!
ওদের করছে সমাদর!
চালিয়ে যাও? হও আগুয়ান!
বিদ্রোহ করো? হে জোয়ান!
কলমে – মোল্লা হারুন উর রশীদ, লেখার সময় রাত – ৯টা ৬মি: তারিখ – ৪/৯/২৩ খ্রি: