রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, রংপুর জেলার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। পুরোনো জরাজীর্ণ রংপুর আর নেই। বিভাগীয় নগরীর সকল সুবিধা এখন রংপুরে রয়েছে। সরকারের উন্নয়নে পুরো জেলার চিত্র বদলে গেছে। আগামী ২০ বছর পরে রংপুরে ফ্লাইওভার বা মেট্রোরেল স্বপ্নের কোন বিষয় না। জেলার সংবাদকর্মীদের জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দুস্থ অসহায় ও অসুস্থ সাংবাদিকদের দেয়া হয়েছে আর্থিক সহায়তা। জেলার ভূমিহীনদের জমিসহ ঘরের বন্দোবস্ত করেছে সরকার। উন্নয়নের চাকা সচল রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। গতকাল শনিবার দুপুরে নগরীর শুল্ক ও গোয়েন্দা অফিস সংলগ্ন ষ্টেশন রোডে সিটি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোতাহার হোসেন মন্ডল মওলা, কবি লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, সিটি প্রেসক্লাবের আজীবন সদস্য অন্তর রহমান, সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমেদ, সহ সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ন সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম জীবন, সাহিত্য সম্পাদক জাকির আহমদ, ক্রীড়া সম্পাদক হামিম আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক আলী হায়দার রণি, কার্যকরী সদস্য সাঈদ বাবু, উদয় চন্দ্র বর্মন প্রমুখ। এর আগে অতিথিবৃন্দকে সিটি প্রেসক্লাবের মনোগ্রাম খচিত ক্রেষ্ট উপহার দেয়া হয়। পরে জেলা প্রশাসক সিটি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন। শেষে দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য এস এম শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদস্য আসাদুজ্জামান আরমান, শাহ নেওয়াজ জনি, আকতারুল ইসলাম, নুর মোহাম্মদ, নুরুন্নবী, আল আমিন, আরমানুল হক, শাহ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল: 000000000000
অফিস: 00000000000000
ই-মেইল: 0000000000000