রংপুর জেলার পীরগাছা থানায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উম্মোচন। র্যাবের ধারাবাহিক অভিযানে পরিকল্পনাকরী এবং মূলহত্যাকারী গ্রেফতার।
গত ১৮ মার্চ ২০২৩ তারিখ রাত্রী অনুমান ২০.৩০ ঘটিকায় রংপুর জেলার পীরগাছা থানাধীন ব্রাক্ষনিকুন্ডা¯’ হাজী কৃষি খামারের পার্শ্ববর্তী এলাকায় ভিকটিম শের আলী(৪৫) এর মরদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন সূত্রে এবং স্থানীয় লোকজনের মাধমে জানা যায় যে, ধৃত আসামী টাকার লোভে,অন্যের প্ররোচনায় এবং ভেজালি জমি ক্রয়কে কেন্দ্র করে ভিকটিমকে অপহরণ করেন। তারপর ভিকটিম শের আলীকে অপহরণপূর্বক অমানবিক নির্যাতনসহ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এবং পেটের নাড়ি-ভূড়ি বের করে হত্যা নিশ্চিত করে। যাহা উক্ত মামলার এজাহারে বর্ণিত আসামীগণের নাম ভিত্তিহীন।
পরবর্তীতে ভিকটিমের বড় ভাই নিজে বাদী হয়ে গত ১৯/০৩/২০২৩ ইং তারিখে আসামীদের রিরুদ্ধে রংপুর জেলার পীরগাছা থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন। যারা মামলা নং-১৫, তারিখ-১৯/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৪২/৩৬৫/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন ¯স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।
উল্লেখ্য যে, গত ২৯/০৩/২০২৩ ইং তারিখ ১৬.৩০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাচপুর উত্তরপাড়া হতে ক্লুলেস আসামী মূলহোতাকারী মোঃ আদম আলী (৫৮)’কে গ্রেফতার এবং গত ০৩/০৬/২০২৩ ইং তারিখ ১২.২০ ঘটিকায় শ্রী কমল (৪৬)’কে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ি বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদ্বয়ের জবানবন্দির ভিত্তিতে গত ২৪/০৮/২০২৩ ইং তারিখ ভোর ০৩.৪৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ছাবর্তা
এলাকা হতে একই চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী মোঃ লাভলু মিয়া (৪১), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-কালিগঞ্জ, থানাপীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, ভিকটিম শের আলী (৪৫)কে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে রংপুর জেলার পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
(খবর বিজ্ঞপ্তি)।
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল: 000000000000
অফিস: 00000000000000
ই-মেইল: 0000000000000