রংপুর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ড সভাপতি মো: রফিকুল আলম শারীরিক অসুস্থতায় ভুগছেন।
গত ৪দিন যাবৎ তিনি জ্বর ও কাশি জনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মহানগরীর একটি বে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত অনলাইন নিউজ পোর্টাল ৭১বার্তা পরিবার কাউন্সিলর রফিকুল আলমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। বৃহস্পতিবার বাদ আসর ৭১বার্তার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দ্রুত রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ৭১বার্তার সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু সহ ৭১বার্তা পরিবারের স্থানীয় সাংবাদিক বৃন্দ। সম্পাদনা- শেখ মোস্তারি জান্নাত।