পাঠক নন্দিত অনলাইন নিউজ পোর্টাল ৭১বার্তা’র ফুলবাড়ি( কুড়িগ্রাম) প্রতিনিধি এবং ফুলবাড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত সবার নিকট আশির্বাদ চেয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টায় তাঁর পিত্তথলীর পথর অপারেশনেন মাধ্যমে অপসারণ হবে।
রংপুরের একটি বে সরকারি হাসপাতালে অপারেশন হবে বলে তিনি তাঁর ফেসবুকে স্টাটাস দিয়ে আশির্বাদ প্রার্থণা করেছেন।
৭১বার্তা পরিবার তাঁর আশু রোগমুক্তি কামনা করেছেন।