প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৩, ১১:৪৩ এ.এম
সাঈদীর জন্য দোয়া: চাকরি হারালেন মসজিদের খতিব- ৭১বার্তা
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সভাপতি বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা আনোয়ার হোসেন ওই মসজিদের খতিব ছিলেন।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজ শেষে মোনাজাতে সাঈদীর মৃত্যুতে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন খতিব হাফেজ আনোয়ার হোসেন। পরে তাকে আগামী জুমা থেকে না আসার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে মাওলানা আনোয়ার হোসেন বলেন, ‘আমি কী বলবো! ভাষা হারিয়ে ফেলেছি। দীর্ঘ ১৫ বছর আমি ওই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। কমিটির সঙ্গে আমার এতো ভালো সম্পর্ক! কিন্তু একজন মুসলমানের জন্য দোয়া করার অপরাধে আমাকে এমন শাস্তি পেতে হলো। এর বেশি কিছু বলার নাই।’
মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘একজন মুসলমান হিসেবে সাঈদীর জন্য দোয়া করতেই পারেন। তবে তিনি (মাওলানা আনোয়ার হোসেন) ১৫ আগস্টের জঘন্যতম ঘটনায় নিহতদের জন্য দোয়া না করায় মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। পরে আগামী জুমা থেকে খতিবকে আসতে নিষেধ করা হয়েছে।’ খবর - আমাদের সময় ডটকম।
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল: 000000000000
অফিস: 00000000000000
ই-মেইল: 0000000000000
Design & Developmen By HosterCube