![](https://nabakal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
‘কংগ্রেসের মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নির্বাচনে ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তার রিটার্নিং অফিসার নিয়োগ, সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্হাপন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ কংগ্রেস রংপুর মহানগর ও জেলা শাখা।
রবিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ কংগ্রেসের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খবর ৭১বার্তা।
দাবি আদায়ের মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ কংগ্রেস রংপুর মহানগর শাখার আহবায়ক হাছান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এসএ হক আসবান, মহানগর কমিটির সদস্য সচিব মশিউর রহমান, সাবেক মেয়র প্রার্থী আবু রায়হান, সদস্য হযরত আলী, সানজিদা বেগম, মুকুল সরকারসহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।