প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৩, ১০:১৭ পি.এম
“১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি”- ৭১বার্তা
১৬ আগস্ট ২০২৩ খ্রি. ১২:৪৫ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সহযোগিতায় এবং জুম বাংলাদেশ রংপুর শাখার আয়োজনে রংপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে "১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার,আরপিএমপি, রংপুর মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম; সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং, রংপুর মহানগর জনাব মোঃ আরিফ হোসেন টিটো; ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কোতোয়ালি থানা, মহানগর রংপুর জনাব মোঃ শাহাজাদা আরমান শাহজাদা; ২৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ রেজওয়ান আল মেহেদী; সাধারণ সম্পাদক, রংপুর প্রেস ক্লাব জনাব মেরিনা লাভলী এবং চেয়ারম্যান, বাংলার চোখ জনাব মোঃ তানবীর আশরাফী।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর রুহের মাগফিরাত কামনা করেন। সমাজের উঁচু শ্রেণীর মানুষ এবং বিত্তবানদের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সহযোগিতা কামনা করেন এবং সবসময় তাদের জীবনমান উন্নয়নে পাশে থাকার জন্য আহ্বান জানান। রংপুর রেলওয়ে স্টেশন, আশপাশ এলাকাসহ রংপুর সিটির সকল এলাকায় মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি রংপুর রেলওয়ে স্টেশন ও আশপাশ এলাকাকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করেন এবং যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে মাদক পরিহার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান, প্রয়োজনে তিনি তাদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে, জাতীয় শোক দিবস উপলক্ষে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং জুম বাংলাদেশ রংপুর শাখার সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। বক্তব্য প্রদান শেষে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। (খবর বিজ্ঞপ্তির)
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল: 000000000000
অফিস: 00000000000000
ই-মেইল: 0000000000000
Design & Developmen By HosterCube