এই জমকালো আয়োজনের খরচ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এত কষ্ট নিতে হতো না। রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করছি।’ সূত্র: চ্যানেল ২৪
তিনি আরো বলেন, ‘রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’
জানা যায়, বুধবার রাতে পরীমণির বাসায় এসেছিলেন শরীফুল রাজ। কিন্তু সেসময় ছেলে রাজ্যের সাথে দেখা হলেও পরীমণির সাথে দেখা হয়নি তার। কারণ সেসময় পরী একটি রুমে দরজা বন্ধ করে বসেছিলেন। তবে ছেলের জন্মদিনে রাজের দেখা পাওয়া যাবে এমনটা ভেবেছিলেন অনেকেই। কিন্তু রাজ্যের জন্মদিনের পুরো আয়োজন একা হাতেই সামলেছেন পরী। কোথাও দেখা যায়নি রাজকে। সূত্র: ঢাকা পোস্ট
উল্লেখ্য, গত ২০ মে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে তার ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকেই দুজন আলাদা থাকছেন। সম্পাদনা: শেখ মোস্তারি জান্নাত।