নিস্তব্ধ চারিদিকে হৃদয়
অন্ধকারাছন্ন মেঘ
নিঘুম সুগন্ধহীন
হৃদয়ের কোলাহল।
ছোটাছুটি চলছে
একে অপরকে ঠগবাজিতে!
এ এক অন্যরকম পেৎ আত্মার মেলা।
কোথাও নেই নুপুরের
ঝন ঝনি শব্দচয়ন
শুধু অমানুষের মেলা!
দেখলে চোখের উপরের
ভুরু শির শির করে!
মুখগহ্বর খুশ খুশ করে!
চাটুকার চাটুকারিরা
ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে!
আমি আজ বড্ড ক্লান্ত!
বলবার ভাষা হারিয়ে
ফেলেছি চারিদিকে!
পাহাড়ের চূড়ায় পানি নেই
শুস্ক রুপালী পানি
সবুজ পাহাড়ে ঝর্ণা ধারা নেই।
শুধু নেই আর নেই!
অশান্ত হৃদয়
নির্জন গহীনে ছুঁটছে সুখ পাখি ধরতে!
সুখ তো হৃদয়ে
সুখ কি গহীন নির্জন গহীনে
সেটি বহন করবার
ক্ষমতা কার আছে প্রাণে!
দিবানিশি ভুল করি
ভুল টাকে ভাল মনে
চলি মোরা ক্ষণে ক্ষণে!
আলোয় আলোয় চলতে চলতে
আঁধার পেড়িয়ে
আলো কি আর পাই ধরতে!
এই পৃথীবির অশান্ত ভেলায়
মানুষ চলছে মিথ্যা আশায়!
( লেখার সময় রাত ১২টা ১৮ মিনিট তারিখ- ৯/৮/২৩)।
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল: 000000000000
অফিস: 00000000000000
ই-মেইল: 0000000000000