রংপুর জেলা ও মহানগর আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর সোয়া ১টার দিকে রংপুর পৌঁছান তিনি।
এর আগে বেলা সোয়া ১২টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী। রংপুরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর দুপুরে খাওয়া-দাওয়া ও বিশ্রাম সেরে বেলা ৩টায় জনসভা মঞ্চে উপস্থিত হবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বেলা সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। সেখানে ইতোমধ্যে লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল: 000000000000
অফিস: 00000000000000
ই-মেইল: 0000000000000