তসলিমা নাসরিন: আমাকে যারা ভালবাসে তাদের নানা রকম কারণ। [১] আমার ব্যক্তিত্ব পছন্দ। [২] আমার লেখা ভালো লাগে। [৩] আমার সততা আর সাহস ভালো লাগে। [৪] আমার আপোসহীন মনোভাব পছন্দ। আমাকে যারা ঘৃণা করে তাদের নানা রকম কারণ। [১] আমি ইসলামের সমালোচনা করি। [২] আমি একের বেশি বিয়ে করেছি। [৩] আমি পুরুষতান্ত্রিক সমাজের পরিবর্তন চাই। [৪] আমি নারীদের সমানাধিকার দাবি করি। যারা ভালোবাসে তাদের অধিকাংশই আমার লেখা পড়েছে। যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি। ফেসবুক থেকে ।সূত্র: আমাদের সময় ডটকম।